বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

সাভারে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১


স্টাফ রিপোর্টার : সাভারে এক কোটি বিশ লক্ষ টাকার মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় প্রাচীন মূল্যবান ঐতিহাসিক মূর্তি পাচারচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন (৬১) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা যায়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুরাতন একটি ওয়ালটন ফ্রিজের কার্টনের ভিতরে বিশেষ কৌশলে রাখা কালো রঙের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক শত বছরের পুরনো প্রাচীন কষ্টি পাথরের তৈরি মূর্তি।


পুলিশের আরও জানায়, মূর্তিটি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হাতবদল হয়ে শেষ পর্যন্ত দেলোয়ারের কাছে আসে। পরবর্তীতে এটি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে সাভারে আনা হয়েছিল।


সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। 
 

সর্বাধিক পঠিত