স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা জেলা সেক্রেটারি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
শনিবার বিকেলে সাভারের জাহঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজে ঢাকা জেলা জামায়াতের আইনজীবী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
এসময় তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামী জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দখল ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে। জনমুখী কল্যাণ, রাস্তাঘাট ও অবকাঠামো’সহ ব্যাপক উন্নয়ন নিশ্চিত করা হবে। জনপ্রতিনিধিরাও জনগণের জবাবদিহিতার মধ্যে থাকবেন।
জেলা জামায়াতের আইন সম্পাদক এডভোকেট শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জামায়াত মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ তৌহিদ হোসেন, লুৎফর রহমান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঢাকা জেলার প্রচার সম্পাদক আসাদুজ্জামান জীম।
