মঙ্গলবার, 15 জুলাই 2025
MENU
daily-fulki

সাভারে গ্যাসের আগুনে দগ্ধ ৩, দুজনের অবস্থা আশঙ্কাজনক


স্টাফ রিপোর্টার : সাভারে রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার সকাল ৬টায় নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- জুবায়ের হোসেন কিরণ (৩০), তার স্ত্রী মাহমুদা (২৭) এবং তাদের সন্তান উমায়ের (৬)।


ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, জুবায়েরের শরীরের ৬২ শতাংশ, মাহমুদার শরীরের ৫০ শতাংশ এবং উমায়েরের শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কিরণের ভাই বাবু মিয়া বলেন, তার ভাই নবীনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

“রান্নাঘরের সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল। সকালে রান্না করতে চুলা জ্বালাইতে গেলে পুরা ঘরে আগুন ধরে যায়। আমার ভাই, তার স্ত্রী ও ছেলে পুড়ে যায়।”


News Writer

SB

সর্বাধিক পঠিত