বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

চীনের ওপর আরও ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের


ফুলকি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যে আরও ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সংবেদনশীল সফটওয়্যার রপ্তানিতেও বিধিনিষেধ দিতে যাচ্ছে।

এর আগে শুক্রবার আরেক পোস্টে তিনি দুর্লভ খনিজ রপ্তানি নীতি আরও কঠোর করায় বেইজিংয়ের কড়া সমালোচনা করে বলেছেন, চীন ‘খুবই বৈরি হয়ে উঠছে’ এবং তারা বিশ্বকে ‘জিম্মি করে রাখার’ চেষ্টা করছে।


তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠক বাতিল করারও হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট পরে অবশ্য বলেছেন, তিনি বৈঠক বাতিল করেননি তবে শেষ পর্যন্ত বৈঠকটি হবে কিনা তা তিনি জানেন না।

“তা সত্ত্বেও আমি সেখানে যাবো,” দক্ষিণ কোরিয়া সফর বাতিল হবে না ইঙ্গিত দিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প এমনটাই বলেছেন।


দুর্লভ খনিজসহ সংবেদনশীল বেশকিছু উপাদানের উৎপাদন ও সরবরাহে চীনের একক কর্তৃত্ব রয়েছে। এসব খনিজ গাড়ি, স্মার্টফোনসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির জন্য অপরিহার্য উপাদান।

(বিস্তারিত আসছে)

 

সর্বাধিক পঠিত