ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় ৬০ বিজিবির একটি বিশেষ অভিযানিক দল এই পণ্যগুলো জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা, আর চশমার মূল্য ১ কোটি টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ প্রসঙ্গে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজকের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, সীমান্ত এলাকায় সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা এবং রাতে আলোর স্বল্পতার কারণে বিজিবির কার্যক্রম কিছুটা ব্যাহত হয়, তবে সব সীমাবদ্ধতা সত্ত্বেও বিজিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজিবির তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৮২ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই ভারত থেকে আসা। তবে কিছু পণ্য ভারতে পাচারের সময়ও জব্দ করা হয়েছে।
