সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
MENU
#
dailyfulki
daily-fulki

মিরপুরে ময়লার স্তূপে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে তামিম হোসেন (১০) নামের এক শিশু।

শুক্রবার সকালে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প বিহারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তামিমের মা নার্গিস আক্তার জানান, বিহারি ক্যাম্পের একটি মাদ্রাসায় পড়াশোনা করে তার ছেলে। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তামিম বাসায় ছিল। সকালে তিনি কাজে বের হয়ে গেলে, কিছুক্ষণ পরই প্রতিবেশীদের চিৎকার শুনে ছুটে আসেন। এসে দেখেন, তামিম আহত অবস্থায় পড়ে আছে এবং আশপাশে ভিড় জমেছে।

স্থানীয়রা জানান, সকালে বিহারিপাড়া মসজিদের পাশে ময়লার স্তুপে বলের মতো একটি বস্তু পায় তামিম। সেটি ককটেল বলে না জেনে কয়েকজন শিশুর সঙ্গে নিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে তামিমের পেটের ডান পাশে এবং ডান হাতে গুরুতর জখম হয়।

দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার পেট ও হাতে গভীর জখম রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

 

সর্বাধিক পঠিত