বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

গণ বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্রসংসদের শপথ অনুষ্ঠিত

 

গবি প্রতিনিধি : গণ বিশ্বদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকাল ৩ টায় সাভারের বিশ্ববিদ্যালয়ের ৪১৭ নং কক্ষে এ শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও গকসু সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

 

শপথগ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, নির্বাচন কমিশনের সদস্যবৃন্দসহ বিভিন্ন অনুষের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

শপথ শেষে বক্তব্যে নবনির্বাচিত সহ সভাপতি (ভিপি) মৃদুল দেওয়ান বলেন, আমরা জবাবদিহিতার রাজনীতি করতে এসেছি। আমরা চাই সবাইকে সাথে নিয়ে গণ বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে উপস্থাপন করতে।

 

নবনির্বাচিতদের উদ্দেশ্যে একে অপরকে সহযোগিতা করার আহবান জানিয়ে গকসু সভাপতি ও উপাচার্য ড. মো. আবুল হোসেন বলেন, ডা: জাফরুল্লাহ মৃত্যুর আগে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন। তার জীবদ্দশায় আমরা নির্বাচন আয়োজন করতে পারিনি। তবে এখন করেছি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন, শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

বিশ্ববিদ্যালয়টিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ভোট গ্রহণ হয় গত ২৫ সেপ্টেম্বর। এ নির্বাচনে ভোটার ছিলেন ৪ হাজার ৬৭২ জন। ভোট নেওয়ার ৯ ঘণ্টা পর গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, নির্বাচনে ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ জন এবং এজিএস পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ছাড়া কোষাধ্যক্ষ পদে চারজন, ক্রীড়া সম্পাদক পদে তিনজন, দপ্তর সম্পাদক পদে ছয়জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন, সহক্রীড়া সম্পাদক পদে চারজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে চারজন প্রার্থী হয়েছিলেন।

 

সর্বাধিক পঠিত