মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
MENU
#
dailyfulki
daily-fulki

পুরোনো আইনে সাজাপ্রাপ্তদের দায়মুক্তি দিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন

 

স্টাফ রিপোর্টার : ডিজিটাল সিকিউরিটি আইনে সাজাপ্রাপ্তদের দায়মুক্তি দিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংশোধনী এনেছে সরকার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।

এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘গত ২১ মে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ পাস হয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ছোট্ট একটা ভুল হয়েছে। সেই ভুলের কারণে অধ্যাদেশে একটা বিষয় মিসিং ছিল। সেটা হচ্ছে ২০১৮ সালের নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনে যেই তদন্তগুলো ইতোমধ্যে জমা হয়ে গেছে কিংবা যে রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা তাদের অব্যাহতি দেওয়ার জন্য আজ একটা সংশোধনী করেছি। আমরা মনে করি এর মাধ্যমে আওয়ামী লীগের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে নিপীড়ন তার শতভাগ সমাপ্তি হবে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল যে যারা সাজা কেটে ফেলেছেন বা ভোগ করছেন তাদের কী হবে, আমরা এই সংশোধনীর মাধ্যমে তাদের দায়মুক্তি দিয়েছি।’

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ‘তাদের ক্ষতিপূরণের বিষয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৩০ ধারায় উল্লেখ করা আছে। সেজন্য আদালতের শরণাপন্ন হতে হবে।

 

সর্বাধিক পঠিত