সোমবার, 13 অক্টোবর 2025
MENU
daily-fulki

জামাল খেলুক বা না খেলুক, সেই আমাদের অধিনায়ক : কাবরেরা


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ম্যাচ মানেই ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে থাকবেন জামাল ভূঁইয়া। গতকাল বুধবারও তার ব্যতিক্রম হয়নি। হংকং চায়নার বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের সামনে কথা বলেন তারা।

এর আগে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদমাধ্যমের সামনে কথা বলা জামাল মাঠে নামেননি দুই ম্যাচের একটিতেও।


তাই ভক্তদের মনে প্রশ্ন, আজকের ম্যাচে কি দেখা যাবে জামালকে? 
গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুটে যায় কোচ কাবরেরার দিকে। স্প্যানিশ এই কোচ সরাসরি উত্তর না দিয়ে জানান, ‘অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়কই থাকবে। এটি অপরিবর্তনীয়।’

এদিকে হামজার মতো শুরুর একাদশে অনিশ্চিত সদ্য চোট থেকে ফিরে আসা বসুন্ধরা কিংসের তারকা ডিফেন্ডার তপু বর্মণ।


এছাড়া, কানাডাপ্রবাসী শমিত সোমের বিষয়েও কিছু নিশ্চিত করেননি বাংলাদেশ কোচ। 
কোচ বলেছেন, তপু উন্নতি করেছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শমিত মাত্র একটি অনুশীলন সেশন করেছে। আজ (গতকাল) ও ম্যাচের দিন সকালে তাকে দেখে সিদ্ধান্ত নেব।

 

সর্বাধিক পঠিত