রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
daily-fulki

বান্দরবা‌নে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে ৩‌ নারী নিহত

বান্দরবা‌ন সংবাদদাতা : বান্দরবা‌ন সদ‌রের সুয়ালক ইউনিয়‌নের চিম্বুক এলাকার রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ায় বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে একই প‌রিবা‌রের ২ জনসহ ৩ জন ম্রো নারী নিহত হ‌য়ে‌ছেন।

আজ সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ায় এ ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন- তুম‌লে ম্রো (১৭), রও‌লেং ম্রো ‌(৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ার বা‌সিন্দা।


পু‌লিশ ও স্থানীয়রা জানান, পাড়ার এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বিকল হয়ে বি‌স্ফো‌রিত হয়। সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে একই প‌রিবা‌রের ২ জনসহ ৩ জন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যান। প‌রে স্থানীয়রা একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে এলেও বাকি দুজনের মরদেহ এখ‌নো ঘটনাস্থ‌লেই আছে। প‌ড়ে থাকা বিদ‌্যু‌তের তার পু‌ড়ে গে‌ছে ব‌লেও জানান তারা।


বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, ‘এক‌টি ট্রান্সফরমার বি‌স্ফোরণ হ‌য়ে সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ জন ম্রো নারী নিহত হ‌য়ে‌ছেন।’

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্ট ৩ জন ম্রো নারী মারা গে‌ছেন। তাদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।
 

 

সর্বাধিক পঠিত