সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর পৌর বাজারে সড়ক দখল করে দীর্ঘদিন ধরে চলা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযানে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৬ দোকানদারকে জরিমানা, ফুটপাত এবং রাস্তার দুই পাশ দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
উপজেলা প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী, বাজারের রাস্তার পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফলের দোকান ও অন্যান্য পসরা বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি হয়। জনস্বার্থে নেওয়া এ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানদার আফজালকে ২ হাজার, জহিরুলকে ১ হাজার, ফজলুল হককে ১ হাজার, দুলালকে ২ হাজার ও মামুনকে ১ হাজার টাকা করে মোট ছয়জনকে আর্থিক দণ্ডে দণ্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন জানান, ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯’-এর আওতায় অবৈধ দোকান উচ্ছেদ এবং জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। মোবাইল কোর্ট পরিচালনায় সিংগাইর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহায়তা করেন।