বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

গোপালগঞ্জ থেকে ঢাকা আসা নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার: পুলিশ


স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আগত ছাত্রলীগের ৭ নেতাসহ ১১ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ধরনের অভিযানগুলো আমাদের অব্যহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত