স্টাফ রিপোর্টার : দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় সারা দেশে আগামীকাল বুধবার সামগ্রিকভাবে বৃষ্টি কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি তুলনামূলক কিছুটা বেশি থাকতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে কোনো কোনো অঞ্চলে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে সারা দেশেই।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ১১ বা ১২ অক্টোবর (রবিবার) পর্যন্ত পরিস্থিতি কম-বেশি একই থাকতে পারে। এ সময় দেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আকাশ মেঘলা থাকতে পারে কোনো কোনো অঞ্চলে।’
কাজী জেবুন্নেছা জানান, আগামী শুক্র ও শনিবার দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
তবে সোমবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে। এ সময় দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এতে তখন দেশের পশ্চিমাঞ্চল থেকে শুরু করে ক্রমান্বয়ে সারা দেশেই বৃষ্টি অনেকটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, আগামী ১৩ অক্টোবর (সোমবার) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।
এ সময় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দেশের বেশ কিছু অঞ্চলে আজ বৃষ্টি হয়েছে।
মূলত ঢাকা ও বরিশাল বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি ছিল। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুরে, ৮৪ মিলিমিটার। এ ছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ৭৪ মিলিমিটার ও ময়মনসিংহে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এসময় ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।