বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

আক্রমণ ও রক্ষণ দুই জায়গাতেই ভালো করতে চান হামজা

 

ফুলকি ডেস্ক : হামজা দেওয়ান চৌধুরি ডিফেন্সিভ ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলার সক্ষমতা রয়েছে। হামজা ঢাকায় আসার আগে বাংলাদেশ দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে দুই ভূমিকাতেই খেলানোর পরিকল্পনা ব্যক্ত করেছিলেন। আজ ঢাকায় অনুশীলনের আগে হামজা এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন।

পজিশন নিয়ে হামজা বলেন, 'মিডফিল্ডারের সংজ্ঞাই হলো আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় অবদান রাখা। তাই ইনশাআল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারব। এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি বেশ রোমাঞ্চিত।'

সিঙ্গাপুর ম্যাচে পরাজয়ের জন্য ফুটবলসংশ্লিষ্টরা কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কৌশল ও তার সিদ্ধান্তহীনতাকে দায়ী করেছেন। সিঙ্গাপুর ম্যাচে কোচের অবস্থান নিয়ে হামজা বলেন, 'আপনার নিজের মতামত আছে, অন্য কোনো সমর্থকের মতামত ভিন্ন হতে পারে। কিন্তু আমাদের দিক থেকে আমরা মাঠে নেমেছিলাম এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। দিনটা আমাদের পক্ষে যায়নি। শেষদিকে আমাদের একটা পেনাল্টিও দেওয়া উচিত ছিল। তাই ব্যাপারটা ভিন্নভাবে দেখা যায়। কিন্তু আমরা কোচের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি—বিশেষ করে আমি।'

আগামী পরশু দিন হংকং ম্যাচ। তবে সিঙ্গাপুর ম্যাচের পর আবার হামজাকে পাওয়ায় সাংবাদিকরা সেই ম্যাচ নিয়েও প্রশ্ন করেছেন। ঐ ম্যাচে পয়েন্ট হারানোয় আফসোস রয়েছে হামজার, 'বড় মোমেন্টে আমরা নিজেদের হতাশ  করেছি। দুই গোল হজম করেছি। রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম করতাম না। এছাড়া আমরা একটা পেনাল্টি পেতাম। ফুটবল এমনই। মাঝেমধ্যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। কোচ এবং দল একসঙ্গে খুব ভালো কাজ করছে। হংকং ম্যাচ অন্যরকম চ্যালেঞ্জ। বিশ্বাস করি আমরা অবশ্যই জিতব। তাই আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে।'

হংকং শক্তিশালী দল। র‍্যাংকিং ও নানা সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে। এরপরও হামজা ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী, 'খুব চান্স আছে। আমি কোচের সঙ্গে মাতছি। আমাদের ট্যালেন্ট আছে, এগ্রেসিভনেস আছে, লাস্ট স্টেপ হলো, বহুত কনফিডেন্স পাইয়া ইনশা আল্লাহ আমরা উইনিং টিম হমু।' পরিকল্পনায় কোচ তার সঙ্গে আলোচনা করেছেন সেটা জানিয়ে বলেন, 'কোচ সব বড় সিদ্ধান্ত নেন ৷ কিছু বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করে। সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। দল সপ্তাহ খানেক ধরে খুব পরিশ্রম করছে। ইনশা আল্লাহ পরিকল্পনা ঠিক আছে।'

বাংলাদেশ স্কোয়াড ইনজুরিতে জর্জিরত। তপু বর্মণ, আল আমিন, তারিক কাজী পরিপূর্ণভাবে ফিট নন। ফুটবলে এভাবেই পথ চলতে হয় বলে মন্তব্য হামজার, 'এটা ফুটবল। চলার পথে এখানে চ্যালঞ্জ নিতে হবে। আমরা কোনো অজুহাত দাঁড় করাব না। ভারত ও সিঙ্গাপুর ম্যাচেও চোট সমস্যা ছিল। আমাদের স্কোয়াড খুব ভালো। বেঞ্চের খেলোয়াড়দের খুব বিশ্বাস আছে।'
 

 

সর্বাধিক পঠিত