বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভার উপজেলা নির্বাহী অফিসারকে চট্টগ্রামে বদলি, ধামরাই’র ইউএনও’র কাছে দায়িত্ব হস্তান্তর


স্টাফ রিপোর্টার : সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকারকে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ সোমবার (৬ অক্টোবর)  অফিস আদেশে তাকে মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়িত্ব হস্তান্তর জন্য বলেছেন। মঙ্গলবার সাভার উপজেলা পরিষদ অফিসার্সবৃন্দ তাঁকে বিদায় সম্বর্ধনা দিয়েছেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: শহিদুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের জন্য ন্যাস্ত করার নির্দেশ জারি করেছিলেন।

তবে দায়িত্ব হস্তান্তরের সময় ব্যস্ততার কারণে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক সাভার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে পারেননি। সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাউকে পদায়ন না করা পর্যন্ত ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাভার উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করবেন।


জনাব মো: আবুবকর সরকার মঙ্গলবার (০৭ অক্টোবর) বিদায় বেলা সাংবাদিকদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার এবং সাভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর আচার-ব্যবহারে কেউ কষ্ট থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি যেখানেই থাকেন সাভারবাসীর ভালোবাসা তাঁর হৃদয়ে গাঁথা থাকবে বলে জানিয়েছেন। এছাড়া তিনি সকলের কাছে তাঁর এবং তাঁর পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
 

সর্বাধিক পঠিত