স্টাফ রিপোর্টার : সাভার থেকে দুই সক্রিয় ছিনতাইকারী সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে সোমবার রাতে সাভার পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— মুন্সিগঞ্জ সদর উপজেলার খাসেরহাটের নতুন আমগাঠা এলাকার মৃত আহসান হাবীবের ছেলে শাহাআলী (৪২), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রবীন্দ্রনগর এলাকার কালু বেপারীর ছেলে আতিক (৩৫)। তারা বর্তমানে রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভার মডেল থানার পাকিজা মোড় এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে দুই জন ছিনতাইকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।