স্টাফ রিপোর্টার : বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলায় জড়িত দুই আসামিকে আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্নেহাশিস দাশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)। তারা দুজনই বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের বাসিন্দা।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্নেহাশিস দাশ বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত দুই জনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।
তিনি আরও বলেন, আসামিরা প্রাথমিকভাবে জানিয়েছে, সাংবাদিক হায়াত উদ্দিনের ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে তারা হায়াত উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।