বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

নর্থ সাউথে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আয়োজন করেছেন ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ কর্মসূচি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো।

শিক্ষার্থীরা বলেন, কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনোই সহনীয় নয়। তাই তারা প্রতিবাদের ইতিবাচক রূপ হিসেবে কোরআন বিতরণের মাধ্যমে মানুষকে ইসলামের শিক্ষা ও মানবতার বার্তা জানাতে চান।

এর আগে, পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
 

 

সর্বাধিক পঠিত