বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

স্বাভাবিক খেলা খেলতে চায় বাংলাদেশ, ইংল্যান্ডের লক্ষ্য মারুফাকে সামলানো

 

ফুলকি ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। যার নেপথ্যে ছিলেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। বিশ্ব মঞ্চে অসাধারণ বোলিংয়ে নিজের উপস্থিতির জানান দিয়েছেন। বাংলাদেশের সামনে আজ মঙ্গলবার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। খেলা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। ম্যাচ দেখাবে স্টার স্পোর্টস-১।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, গুয়াহাটিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হলেও নিজেদের স্বাভাবিক খেলাতেই মনোযোগী থাকতে চান তারা। ভারতের কন্ডিশন শ্রীলঙ্কার কলম্বোর চেয়ে আলাদা হলেও পাকিস্তান ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জ্যোতি। তার ভাষায়, ‘প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ভালো শুরু মানসিকভাবে দলকে এগিয়ে রাখে। সাধারণত এমন টুর্নামেন্টে স্পিনাররা আধিপত্য দেখায়, কিন্তু মারুফা আমাদের দুর্দান্ত শুরু এনে দিয়েছিল। পরে স্পিনাররা মিলে তুলে নেয় আট উইকেট। সব মিলে বোলিং বিভাগ এখন ভালো ছন্দে আছে।


ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের ব্যাটাররা আত্মবিশ্বাস দেখিয়েছে। সেই ইতিবাচক মানসিকতাই আমরা পরের ম্যাচে নিতে চাই।’

ইংল্যান্ডের বিপক্ষে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন জ্যোতি, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। তবে ইংল্যান্ডে অনেক ডানহাতি ব্যাটার থাকায় কিছু পরিবর্তন আনতে হতে পারে। প্রয়োজনে অতিরিক্ত স্পিনার বা পেসার নিতে পারি—পরিস্থিতি অনুযায়ী ফারিহা তৃষ্ণাকে বিবেচনায় রাখা হবে।’

অন্যদিকে ইংল্যান্ডের অলরাউন্ডার চার্লি ডিন জানিয়েছেন, মারুফার সুইং সামলানোর পরিকল্পনা নিয়েই নামবে তার দল, ‘আমাদের লক্ষ্য থাকবে মারুফার সুইং করা বল শুরুতেই সামাল দেওয়া। তারপর স্পিন মোকাবিলা করে দীর্ঘ ইনিংস গড়া—এভাবেই ম্যাচটা এগিয়ে নিতে চাই।
 

সর্বাধিক পঠিত