বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসেছে ইসি


স্টাফ রিপোর্টার : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে শুরু হয় এই সংলাপ।

সংলাপে ১০ জন সাবেক নির্বাচন কর্মকর্তা অংশ নিয়েছেন।

সংলাপে অংশ নেওয়া নির্বাচন বিশেষজ্ঞরা হলেন— সাবেক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, নির্বাচন পর্যবেক্ষক মুনিয়া খান, সাবেক নির্বাচন কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার, সাবেক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ, ঢাকা জেলার সাবেক নির্বাচন কর্মকর্তা শাহ আলম, সাবেক নির্বাচন কর্মকর্তা মীর মোহাম্মদ শাহজাহান, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক উপসচিব মেজবা উদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব শাহেদ উন নবী চৌধুরী ও সাবেক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার।

এদিকে আজ বিকেলে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। এতে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এর দ্বিতীয় পর্বে গতকাল সোমবার গণমাধ্যমের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


এ ছাড়া পরবর্তী সময়ে জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি।

 

সর্বাধিক পঠিত