বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

নির্বাচন সংস্কারের ভিত্তিতেই হতে হবে : ডা. তাহের

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো শঙ্কা নেই। তবে যেনতেন নির্বাচন আয়োজনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান। নির্বাচনের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হওয়া জরুরি।


আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সংস্কারের ভিত্তিতেই হতে হবে। 

জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিউ ইয়র্ক শহরে অনেক উপদেষ্টা ও সফরসঙ্গীর সঙ্গে আলোচনায় উঠে এসেছে যে একটি যেনতেন নির্বাচন দেশের রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না। নির্বাচন ২০১৮, ২০২৪ ও ২০১৪ সালে হয়েছে।


এই নির্বাচন সমস্যা আরো বাড়িয়েছে। এ জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশে গণতান্ত্রিক সরকার খুবই জরুরি।


ডা. তাহের আরো বলেন, অতীত অভিজ্ঞতা বলে— একটি অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনই সমস্যার সমাধান। এই নির্বাচনের জন্য সরকারকে কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত ও দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।

এর মধ্যে অন্যতম হলো জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া। এটা আরো তিন মাস আগে হয়ে যেতে পারত। সব দল একমত হয়েছি, নীতিগতভাবে তারপরও বাস্তবায়নে ডিলে করা হচ্ছে। এভাবে যদি ষড়যন্ত্র চলে, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না করে তাহলে সবকিছু প্রশ্ন বিদ্ধ হয়ে যাবে।
তিনি বলেন, যাদের কারণে সংস্কার বাস্তবায়ন করতে হচ্ছে অথবা নির্বাচন করতে দেরি হচ্ছে, তাদের জাতির কাছে জবাব দিতে হবে।
 

 

সর্বাধিক পঠিত