বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভার পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীদের সাথে অশালীন আচরণের অভিযোগ


স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার সহকর্মী নারী টিকাদান কর্মীদের সাথে অশ্লীল কথাবার্তা ও অশ্লীল ইঙ্গিত করার অভিযোগ উঠেছে পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় নারী সহকর্মীরা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর সম্প্রতি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 


জানা গেছে, সাভার পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ১৫ জন নারী টিকাদান কর্মী রয়েছে। তারা টিকাদানের পাশাপাশি জন্ম নিবন্ধন ও পৌরসভার বিভিন্ন দফতরে পিয়নের কাজ করে থাকেন।


নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারী টিকাদান কর্মী অভিযোগ করে বলেন, আমরা দৈনিক হাজিরা (অস্থায়ী) ভিত্তিক টিকাদান কর্মী। টিকাদান ছাড়াও পিয়নের সমস্ত কাজ আমাদের দিয়ে করানো হয়। অথচ আমরা মাসে বেতন পাই ২৪ দিনের।


আমরা পৌরসভার অন্যান্য কর্মচারীদের মতো ২৪ দিন (অফিস ডে) কাজ করে এক মাসের বেতন দাবি করায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম আমাদের সাথে অশ্লীল কথাবার্তা বলে। এছাড়াও রাত এগারোটা বারোটা যখন দরকার ডাকলেই তার কাছে আসতে হবে, নইলে চাকরি ছেড়ে দিতে বলে। এসব ঘটনার প্রেক্ষিতে টিকাদান কর্মীরা প্রতিবাদ জানিয়ে একত্রিত হয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে সুষ্ঠু বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছে।


তবে লিখিত অভিযোগের বিষয়ে সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার বলেন, পৌরসভার নারী টিকাদান কর্মীরা আমার কাছে এসেছিলেন। তারা একটা লিখিত অভিযোগও দিয়েছে। যেহেতু তারা সহকর্মী তাই বিষয়টি দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করে দেয়া হবে।


অভিযোগ অস্বীকার করে সাভার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, আমি কোনো অশ্লীল কথাবার্তা বলি নাই। তারা লিখিত অভিযোগ দিয়েছে সেটা বিষয়ে শুনেছি। শুধু বলেছি, ভালো না লাগলে চাকরি ছেড়ে দাও।

 

সর্বাধিক পঠিত