বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় দুলালের উপর সন্ত্রাসীদের হামলা

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় দুলাল মিয়া নামের এক ব্যক্তির ওপর সন্ত্রাসীদের হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার পবনারটেক এলাকার দুলাল মিয়া (৪৮) দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তার ও ছোট ভাই মাঈন উদ্দিনের ক্রয়কৃত ৩৭ শতাংশ জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেন।


এই অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় আমিনুল ইসলাম ওরফে পিয়ার আলীর নেতৃত্বে দেলোয়ার হোসেন মিন্টু, মিলটন, মিজান, জিম ও নাসিরসহ আরও কয়েকজন তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বারবার হুমকি দেয় এবং কাজ করতে বাধা দেয়।


অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। দুলাল মিয়া চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা দলবদ্ধভাবে তার হামলা চালায়। হামলার সময় দেলোয়ার হোসেন মিন্টু চাপাতি দিয়ে তার মাথায় কোপ মারার চেষ্টা করলে দুলাল মিয়া হাত তুলে ঠেকাতে গিয়ে গুরুতর জখম হন। তার বাম হাতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং মিলটন তার পায়ে চাপাতি মেরে রক্তাক্ত করে। 


পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।


চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দুলাল মিয়া আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


তিনি বলেন, “চাঁদা না দেওয়ায় আমার ওপর হামলা চালানো হয়েছে। আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। আমি আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই।”

 

সর্বাধিক পঠিত