বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় গার্মেন্ট কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় রপ্তানিমুখী প্রতিষ্ঠান আয়েশা গার্মেন্টস কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীতে গার্মেন্টস কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 


এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। এরপর আগুন বাড়তে থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যোগ দেয়। তিনি জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।


কারখানার অপারেটর ওয়ালি উল্লাহ খান জানান, কারখানাটিতে ৪ হাজার ১’শ শ্রমিক কাজ করে। জরুরী শীপমেন্টের কাজ চলছিল। আকস্মিকভাবে দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন কারখানায় থাকা অনেক কাপড় ও মেশিনারীজ পুড়ে ছাই হয়ে গেছে।  কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র ম্যানেজার। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন কীভাবে হয়েছে তা জানার চেষ্টা চলছে। 
 

সর্বাধিক পঠিত