সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার মূল দুই আসামি মো. সেন্টু ওরফে স্বাধীন (৩০) ও মো. জাহাঙ্গীর (২২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। জনরোষ ও গ্রেফতার আতঙ্কে তারা সোমবার (৬ অক্টোবর ) মানিকগঞ্জ সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে সদর থানা পুলিশ তাদের সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আসামি দু’জনই আঠালিয়া গ্রামের মিনহাজ উদ্দিন ওরফে মিনা বেপারীর ছেলে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেএমও তৌফিক আজম জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানা থেকে আসামিদের সিংগাইর থানায় সোপর্দ করেন। তিনি আরও জানান, এর আগে মামলার এজাহারভুক্ত চার আসামি-বাচ্চু মিয়া, তার মেয়ে পাখি, স্ত্রী হাসেদা আক্তার ও হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টারদিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আঠালিয়া গ্রামে হানিফকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রকাশ্যে দিবালোকে দেশীয় অস্ত্র-রামদা ও কাতরা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে সেন্টু ও জাহাঙ্গীর। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে।
নিহত মো. হানিফ ওই গ্রামের মৃত ইলা বেপারীর ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন এবং চার সন্তানের জনক।
হত্যাকাণ্ডের পরদিন রবিবার (৫ অক্টোবর) হানিফের স্ত্রী শাহনাজ আক্তার ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।