বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

মেহেরপুরে টাইফয়েড টিকা পাবে ১ লাখ ৬৭ হাজার শিশু


মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলায় ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী ১ লাখ ৬৭ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। সোমবার (৬ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এ তথ্য জানান।

মেহেরপুরে শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ও মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ইউনিসেফের সহযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।


কর্মশালায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি বিষয়ক মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. একেএম আবু সাইদ। তিনি বলেন, আগামী ১২ অক্টোবর দেশব্যাপী প্রথমবারের মতো শুরু হবে টাইফয়েড টিকাদান কর্মসূচি। যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে দেওয়া হবে এক ডোজ টিকা।


মেহেরপুরে ১ লাখ ৬৭ হাজার শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে টাইফয়েড ঝুঁকি কমবে বলে জানান তিনি।
সিভিল সার্জন ডা. একেএম আবু সাইদ জানান, আমাদের লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ শিশুকে আমরা এ টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছি।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, গণযোগাযোগ অধিদফতরের উপপরিচালক তারেক মহম্মদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম সিরাজুম মনির।

দিনব্যাপী এ কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। টিকাদান কর্মসূচি সফল করতে অতিথিরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

সর্বাধিক পঠিত