রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
dailyfulki
daily-fulki

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ৭-১২ অক্টোবর


স্টাফ রিপোর্টার : ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।

সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজকে নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে৷ এই সময়সীমা নির্ধারিত হয়েছে ৭-১২ অক্টোবর। উল্লিখিত সময়সীমার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ ছাড়া, অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও উক্ত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে বলেও জানানো হয়েছে।

 

সর্বাধিক পঠিত