ফুলকি ডেস্ক : আজ সোমবার থেকে শুরু হবে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে মাদার তেরেসার মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের তালিকায় এবার যুক্ত হবে নতুন নোবেলজয়ীদের নাম।
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তিÑ মোট ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত এই পুরস্কার প্রদান করা হয়।
এ বছর প্রথম দিন সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রের পুরস্কার দিয়ে শুরু হবে। এরপর মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষে ১৩ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম।
নোবেল পুরস্কারের উদ্যোক্তা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিজয়ীদের এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় এক কোটি ২০ লাখ ডলার সমমূল্য) অর্থের সঙ্গে ১৮ ক্যারেটের একটি সোনার পদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে। প্রতি শাখায় সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়। এসব পুরস্কার ছাড়াও নোবেলজয়ীরা বিশ্বব্যাপী পরিচিতি ও অনন্য মর্যাদা পান।
শান্তিতে নোবেল ঘিরে এ বছরও রয়েছে বিশেষ আলোচনা। ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করতে ‘আবরাহাম অ্যাকোর্ডস’ চুক্তিতে ভূমিকা রাখার জন্য এক রিপাবলিকান কংগ্রেসওমেন গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেন। এর আগেও ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বিদেশি রাজনীতিবিদ কর্তৃক শান্তিতে নোবেলের জন্য ট্রাম্প একাধিকবার মনোনীত হয়েছেন।
ডিনামাইট আবিষ্কারক সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের হাত ধরে যাত্রা শুরু হয় নোবেল পুরস্কারের। বিপুল সম্পদের মালিক আলফ্রেড নোবেল জীবনের শেষ প্রান্তে এসে অর্জিত সম্পদ মানবকল্যাণে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতির জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেন। ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয় পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায়।
পদার্থবিদ্যা ও রসায়নের পুরস্কার প্রদান করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, সাহিত্য পুরস্কার প্রদান করে সুইডিশ একাডেমি, চিকিৎসা শাখার পুরস্কার প্রদান করে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট, আর শান্তিতে পুরস্কার প্রদান করে নরওয়ের সংসদ। বিভিন্ন শাখার পুরস্কার কারা প্রদান করবে, তা নোবেল নিজেই নির্ধারণ করেছিলেন।
১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটির ৩০০তম বার্ষিকী উদযাপনের সময় আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে। এই শাখায় পুরস্কার প্রদান করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেল পুরস্কার ঘোষণার প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়। সাধারণত মনোনীতদের নাম প্রকাশ করা হয় না। এছাড়া বিচারকদের আলোচনা-পর্যালোচনা পরবর্তী ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। তবে মনোনয়নদাতারা ইচ্ছা করলে নিজেদের প্রস্তাব প্রকাশ করতে পারেন।