বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় শিশুকে অপহরণের পর গলাকেটে হত্যা, ঘাতক গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অপহরণের পর জীবন (১২) নামের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় ঘাতক রাব্বানীকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম। 

 

এর আগে, শনিবার রাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অপহরণ ও হত্যায় সরাসরি জড়িত রাব্বানীকে গ্রেপ্তার করা হয় এবং তার দেয়া তথ্যমতে জঙ্গল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকার মজিবুর শেখের ছেলে। 


অন্যদিকে গ্রেপ্তারকৃত রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর এলাকার মিলন মোল্লার ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় থেকে মাঝে মাঝে নির্মাণ শ্রমিকের কাজ করতো। 
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গত ১০ জুলাই বিকাল ৪টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে জীবনকে অপহরণ করা হয়। পরে তার বাবার মুঠোফোনে কল করে মুক্তিপণ দাবি করে অপহরণকারী।


এ ঘটনায় ১১ জুলাই রাতে জীবনের বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘাতক রাব্বানীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে আশুলিয়ার কাঠগড়া গলাকাটা মোড় এলাকার একটি জঙ্গল থেকে অপহৃত জীবনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

 

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, কথা কাটাকাটির জের ধরেই জীবনকে অপহরণ এবং পরে গলাকেটে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তার রাব্বানী। 

আয়োজিত সংবাদ সম্মেলনে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত