বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সিংগাইরে ধলেশ্বরী নদীতে নিখোঁজ জেলের লাশ ২ দিন পর উদ্ধার

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের তিনদিন পর ভাসমান অবস্থায় ভজন রাজবংশী (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডালীপাড়া থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।


নিহত ভজন রাজবংশী সিংগাইরের চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর (অন্য সূত্রে মানিকনগর) গ্রামের বাসিন্দা এবং মৃত ফকির চান রাজবংশীর ছেলে।
এর আগে গত ৩ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত ২টার দিকে, ধলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ভজন রাজবংশী। তার সঙ্গে আরও কয়েকজন জেলে থাকলেও ঘটনার সময় কেউ কিছু বুঝতে পারেননি।


নিহতের ছোট ভাই ভজো রাজবংশী বলেন, “রাতে একসঙ্গে মাছ ধরছিলাম। হঠাৎ দেখি ভাইয়ের নৌকা ভাসছে, কিন্তু তিনি নেই। সঙ্গে সঙ্গে খোঁজ শুরু করি, তবে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি।”


জানা যায়, ভজন রাজবংশী দীর্ঘদিন ধরে জেলে পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। ওষুধ সেবনের পরই তিনি নদীতে মাছ ধরতে নামেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা অসাবধানতাজনিত কারণে তিনি নৌকা থেকে পড়ে তলিয়ে যান।


ঘটনার পরদিন, শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়রাও এতে অংশ নেন।
তল্লাশির বিষয়ে সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুর রহমান বলেন,“স্থানীয়রা ঘটনার বিবরণ স্পষ্টভাবে জানাতে না পারায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়। তবে আমাদের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করেছে।”


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
 

সর্বাধিক পঠিত