কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৩টার দিকে ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান।
নিহতরা হলেন- উপজেলার নালা দক্ষিণ গ্রামের দুই বোন জাকিয়া ও মমতাজ এবং খোদেদাউদপুর গ্রামের রাশেদ মিয়া।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, উপজেলার তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগড়ার চর যাওয়ার সময় যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান।
রাশেদকে গুরুতর অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পথে তিনিও মারা যান।
হোমনা থানার এসআই জীবন বিশ্বাস বলেন, “বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।”