স্টাফ রিপোর্টার : সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় (২৭) ও তার দুই সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ও সাভার উপজেলার সাধাপুর পুরানবাড়ি এলাকার সিদ্দিক মোল্লার ছেলে।
এ নেতার সহযোগীরা হলেন, সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের চরকলিকাপুর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ আমিনুল (৩২) ও সাধাপুর পুরানবাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে নিজাম উদ্দিন (৩০)।
সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই কাদের শেখ জানান, মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় তার দুই সহযোগীসহ ইয়াবা বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহীদুজ্জামানের নেতৃত্বে একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় ও তার সহযোগী আমিনুল ও নিজাম উদ্দিনকে ২২ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায মাদক আইনে মামলা দায়ের হয়েছে।