স্টাফ রিপোর্টার : সাভারে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক যুবককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রদল ও কৃষক দলের ৩ নেতার বিরুদ্ধে। শনিবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহবুব সামির, সাভার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত ও ইউনিয়ন কৃষক দলের নেতা রবিন হোসেন। আহত রাজ্জাক বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে বিকেলে উপজেলার দেওগাঁও এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, বাড়িতে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রাগের মাথায় স্থানীয় কৃষক দল নেতা রবিনকে ফোন দেন। পরে রবিনের শ্যালক ছাত্রদল নেতা মাহবুব সামির তার বেশ কিছু সহযোগী নিয়ে হঠাৎ বাড়ির ভেতরে ঢুকে বেধড়ক মারধর শুরু করেন। এছাড়াও সম্পত্তি নিয়ে ঝগড়ার জেরে তার স্ত্রীকে জোরপূর্বক বাড়িটি দখল করে দেয়ার আশ্বাসে মোটা অংকের টাকা হাতিয়ে নেন তারা।
নাম প্রকাশ অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা জানান, ছাত্রদল নেতা মাহবুব সামিরের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি হামলা ও দখলবাজির ঘটনায় বারবার জড়িয়েছে তার নিয়ন্ত্রিত ক্যাডার বাহিনী। গত কোরবানি ঈদের আগের রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের মুরগি পট্টিতে রুবেল নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার আসামিও মাহবুব। একই হত্যা মামলায় আরেক আসামি তার ভাই যুবদল নেতা হৃদয়। হৃদয় ইতিপূর্বে বেপরওয়া গতিতে মটরসাইকেল চালিয়ে পৌর এলাকার রাজাশন পলুর মার্কেটের নিকট এক দলিল লেখককে প্রাণে মেরে ফেলে। এ ছাড়া হৃদয় বিগত ১৬ বছর যুবলীগের রাজনীতি করতেন। পুলিশের সাথে থেকে রাতের আধারে সাভারে বিভিন্নস্তরের বিএনপি নেতাকর্মীকে ধরিয়ে দিয়েছেন। এমন একাধিক দৃশ্য সিসিটিভিতে ধারণ করা রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে কৃষক দল নেতা রবিনের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, রাজ্জাকের সাথে বিরোধের বিষয়টি মীমাংসা হয়ে গেছে। রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন।