ফুলকি ডেস্ক : মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে জিম্মিদের মুক্তি দিতে সম্মত হওয়ার পর গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মিশর ফিলিস্তিনি দলগুলোর জন্য একটি সম্মেলনের আয়োজন করবে।
শনিবার হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে হামাসের ওই কর্মকর্তা বলেছেন, মিশর ‘ফিলিস্তিনি ঐক্য এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তঃ-ফিলিস্তিনি সংলাপ’র আয়োজন করবে। এরমধ্যে গাজার প্রশাসনও অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে শুক্রবার হামাস জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে গাজায় আটক জিম্মিদের মুক্তি দেবে, তবে যুদ্ধ শেষ হওয়ার পর তাদের নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের নির্বাসনের বিষয়টি নিয়ে কোনো আলোচনাই করেনি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও শনিবার ভোরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।\\