বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিতলে সিরিজে ফেরার সুযোগ। হারলে সিরিজ হাতছাড়া। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। 

 

শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ভালো কাটেনি টাইগারদের।

প্রথম টি-টোয়েন্টিতে ১৫৪ রান করে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি হেরে যায় ৭ উইকেটে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলংকা।

টি-টোয়েন্টিতে সময়টা মোটেও ভালো কাটছে না বাংলাদেশের। আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলংকার সফরেও সিরিজ হারের শঙ্কা।

তিন প্রতিপক্ষের বিপক্ষে শেষ ছয় ম্যাচে জেতেনি বাংলাদেশ। এই ছয় হারে দলকে সবচেয়ে ভাবিয়েছে ব্যাটিং বোলিং দুই বিভাগই। ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। 

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

 

সর্বাধিক পঠিত