মঙ্গলবার, 25 নভেম্বর 2025
MENU
daily-fulki

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, একে একে মিললো ২ শিশুর মরদেহ

 

গাজীপুর প্রতিনিধি : কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজের ঘটনায় আরও তন্ময় (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকালে অঙ্কিতা রানী দাস (৪) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


এই নিয়ে প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ ইঞ্জিন চালিত একটি নৌকায় ওঠেন তারা। এ সময় অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে ডুবে যায়। নৌকায় শিশুসহ ১৮ জন  লোক ছিল। অন্যরা সবাই  সাঁতরে তীরে  উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়। পরে শুক্রবার ও শনিবার দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত