বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ভাষা সংগ্রামী আহমদ রফিক চিরস্মরণীয় হয়ে থাকবেন : ফখরুল

 

স্টাফ রিপোর্টার : মাতৃভাষার মর্যাদা রক্ষায় আহমদ রফিক বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক শোক বার্তায় ফখরুল বলেছেন, “তিনি ছিলেন মহান ভাষা আন্দোলনের একজন বীর সেনানী। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ও সাহিত্য সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

“ব্যক্তি জীবনে তিনি একজন চিকিৎসক ছিলেন। তিনি সাহিত্য সংস্কৃতি বিকাশসহ নানা সেক্টরে অসামান্য অবদান রেখেছেন। আহমদ রফিকের কর্মময় জীবন দেশের মানুষকে সবসময় প্রেরণা যুগিয়ে যাবে।”


বৃহস্পতিবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যু হয় আহমদ রফিকের; তার বয়স হয়েছিল ৯৬ বছর।

প্রয়াতের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল।

ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর রসায়নে পড়তে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ফজলুল হক হলের আবাসিক সুবিধা না পাওয়ায় পরে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।
 

সর্বাধিক পঠিত