বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

চ্যাম্পিয়নস লিগে বার্সা-পিএসজি দ্বৈরথ আজ

 

ফুলকি ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। দুর্দান্ত মৌসুম শেষে ব্যালন ডি'অর গেছে প্যারিসের ক্লাবটির ডেরায়। নতুন মৌসুমেও লুইস এনরিকের অধীনে দুর্দান্ত শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে গেল আসরের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেয় বার্সেলোনা। এবারের আসরে শিরোপায় চোখ হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। সেই লক্ষ্যে পৌঁছাতে কাতালানদের প্রতিপক্ষ আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। এর আগে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা এবং পিএসজি। আজ এগিয়ে যাওয়ার লড়াই। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় ফেভারিটের তকমা থাকবে কাতালানদের গায়ে।

তবে ইয়ামাল-রাফিনিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে পিএসজি শিবিরের সবচেয়ে বড় দুচিন্তার কারণ ইনজুরি। সদ্য ব্যালন ডি'অর জয়ী ওসমান ডেম্বেলে থেকে শুরু করে দেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা আগে থেকে ভুগছিলেন চোটে। গত সোমবার মার্শেইয়ের বিপক্ষে ক্লাসিকো ম্যাচে অস্বস্তি নিয়েই খেলেছিলেন পিএসজির অধিনায়ক মার্কিনিয়োস। পরে স্ক্যানে দেখা যায়, বাঁ উরুর চোটে ভুগছেন এই ডিফেন্ডার। তাতে কয়েক সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকলে হবে বলে জানিয়েছে ফরাসি ক্লাবটি।

এবার সেই তালিকায় যুক্ত হলেন খভিচা কোয়ারাটসখেলিয়াও। দলের দুই তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে চ্যাম্পিয়নদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোটের এমন মিছিল চিন্তার ভাঁজ ফেলছে কোচ লুইস এনরিকের কপালে।


যদিও ইনজুরির শঙ্কা আছে বার্সা শিবিরেও। হাঁটুর ইনজুরি থেকে এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি লামিনে ইয়ামাল এবং ইনজুরির কারণে দলের বাইরে আছেন গাভিও। মিডফিল্ডে জার্মান মাস্টারমাইন্ডের আস্থার প্রতীক পেদ্রি এবং ফ্রেঙ্কি ডি জং। সব মিলিয়ে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী হ্যান্সি ফ্লিক। পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়ে বার্সা বস বলেন, 'তারা ব্যতিক্রমী ফুটবলার। তারা জানে তারা কীভাবে খেলতে চায়, তারা একে অপরকে চেনে... দুই জনের জুটি দেখতেও অসাধারণ। সব মিলিয়ে আমি আমার দল নিয়ে গর্বিত।'

অন্যদিকে দুই দলের অতীতের পরিসংখ্যানে সমান অবস্থানে আছে দুই দল। এখন পর্যন্ত চ্যম্পিয়নস লিগে ১৪ ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-পিএসজি। যেখানে দুই দলের জয় পাঁচটি করে এবং বাকি চার ম্যাচ ড্র। যদিও সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে কাতালনদের হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল পিএসজি। এবার সেই প্রতিশোধ নিতে পারে কি না হ্যান্সি ফ্লিকের দল, সেটাই এখন দেখার বিষয়।

 

সর্বাধিক পঠিত