বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে ৩৮ নয় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে ৯১ জন

 


ফুলকি ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় গত সোমবার একটি স্কুল ভবন ধসে এখনো অন্তত ৯১ জন আটকা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, ৩৮ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে বলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছিল।

পরে তা বাড়ানো হলেও, আজ বুধবার সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, নিখোঁজের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এএফপির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।


ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে উদ্ধারকাজ চালাচ্ছেন দলগুলো। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর বলা হয়েছে।


ঘটনাটি ঘটেছে দেশটির সিদোয়ারজো শহরে। সিদোয়ারজো শহরে অবস্থিত বহুতল ইসলামিক আবাসিক বিদ্যালয়টি  হঠাৎ ধসে পড়ে।


স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই সময় শিক্ষার্থীরা বিকেলের নামাজের জন্য একত্রিত ছিল।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানান, ‘শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য অনুযায়ী প্রায় ৯১ জন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।’

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান অপারেশন কর্মকর্তা এমি ফ্রিজার বলেন, ‘উদ্ধারকারীরা মূলত জীবিতদের জীবনরক্ষাকারী সহায়তা দেওয়ার ওপর জোরদিচ্ছেন। ধ্বংসস্তূপের সাতটি স্থানে জীবনের চিহ্ন শনাক্ত হয়েছে এবং সেগুলোকেই অগ্রাধিকার দিয়ে উদ্ধারকাজ চলছে।


তিনি বলেন, ‘ভবনের প্রধান কাঠামো সম্পূর্ণ ধসে গেছে। আমরা প্রথমেই সাড়া দেওয়া ভুক্তভোগীদের বাঁচানোর চেষ্টা করছি।’
বুধবারও দুর্ঘটনাস্থলের কাছে ধসে যাওয়া স্কুল ভবনের বাইরে অসংখ্য অভিভাবক উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিলেন, এদিকে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া শিক্ষার্থীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

 

সর্বাধিক পঠিত