চুয়াডাঙ্গা সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ভালো নির্বাচনের জন্য বিএনপি রক্ত দিয়েছে, গুম হয়েছে, নির্যাতন সহ্য করেছে। অথচ ফ্যাসিস্ট সরকার ১৫-১৬ বছরে ৬০ লাখ মানুষের নামে মামলা দিয়েছে, যার মধ্যে অন্তত ৫০ লাখ মামলার আসামি বিএনপির নেতাকর্মী।’
মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরাচার সরকার পতনের পরও নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্পষ্ট করে দিয়েছিলেন—আমরা সবাই বাংলাদেশি। পাহাড়ি আর সমতলের সবাই বাংলাদেশি। জাতীয়তার প্রশ্নে বিভক্তি বাংলাদেশকে কোনোদিন সাফল্যের দিকে নিয়ে যাবে না।’
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।