ফুলকি ডেস্ক : ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট স্থগিত করা হয়। এ নিয়ে করা মামলার নিষ্পত্তির অংশ হিসেবে ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ২৪.৫ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টে জমা দেওয়া নথি অনুযায়ী, এই অর্থের মধ্যে ২২ মিলিয়ন ডলার দেওয়া হবে ট্রাম্পের প্রতিষ্ঠিত ন্যাশনাল মল ট্রাস্টকে। ট্রাস্টটি হোয়াইট হাউস প্রাঙ্গণে একটি বলরুম নির্মাণ প্রকল্পে অর্থায়ন করছে। বাকি ২.৫ মিলিয়ন ডলার যাবে মামলার অন্যান্য বাদী আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও লেখক নাওমি উলফের কাছে।
আদালতের নথিতে আরও বলা হয়েছে, এই নিষ্পত্তি ইউটিউবের পক্ষ থেকে কোনো অন্যায়ের স্বীকৃতি নয়। বরং দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ব্যয় এড়াতেই তারা এ সমঝোতায় এসেছে। উল্লেখ্য, শুধু ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকেই ইউটিউবের বিজ্ঞাপন রাজস্ব ছিল প্রায় ৯.৮ বিলিয়ন ডলার।
এর আগেও ট্রাম্পের অভিযোগ মেটাতে এক্স (সাবেক টুইটার) ও মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) বিপুল অঙ্কের অর্থ দিয়েছে। ট্রাম্পের আইনজীবী জন পি কোয়েল জানান, তিনটি মামলার সমঝোতা থেকে ট্রাম্প শিবিরে মোট ৬০ মিলিয়ন ডলার এসেছে। তার ভাষায়, ‘আমরা বিশ্বাস করি, এই প্রক্রিয়ায় আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর আচরণে পরিবর্তন আনতে পেরেছি।’
এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ইউটিউবের এই সিদ্ধান্ত কনটেন্ট নিয়ন্ত্রণের নীতিতে ধারাবাহিকতার প্রশ্ন তুলেছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক টিমোথি কোস্কি বলেন, ‘এ ধরনের সমঝোতা সেন্সরশিপ কমালেও নির্বাচনী স্বার্থে প্রভাব খাটানোর ঝুঁকি বাড়ায়।’