মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ঠেঙ্গামারা এলাকা সংলগ্ন নদী অংশে লাশটি ভেসে থাকতে দেখা যায়।
শিবচর থানার ওসি আজহার আলী জানান, মরদেহটি উদ্ধারের পর স্বজনরা শরীরের বিভিন্ন অংশ দেখে এনায়েতকে শনাক্ত করেন। তিনি শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।
ওসি বলেন, “২ জুলাই রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন এনায়েত শেখ। এরপর আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে না পেয়ে ৫ জুলাই তার বড় ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।”
শনিবার রাতে এলাকাবাসী নদীতে দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আজহার আলী আরও বলেন, “মরদেহে পচন ধরায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”