বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে জাঁকজমকপূর্ণভাবে ২২১টি মন্দিরে পালিত হচ্ছে দুর্গা উৎসব

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সারা দেশের ন্যায় সাভার উপজেলাতেও জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে। উপজেলায় ২২১টি মন্দিরে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তবে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের দাবি সরকারি হিসাবের বাহিরেও কিছু ব্যক্তির উদ্যোগে মন্দিরে পূজা উদযাপন করা হচ্ছে।


সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্দিরে নিয়মিত পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী ভক্ত ও অনুরাগীরা। তবে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পূজামণ্ডপে এসে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছেন। পূজাকে কেন্দ্র করে অনেক মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা, যা পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে।


এ বিষয়ে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরের মতো এবারও সুষ্ঠুভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এজন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। 
উপজেলার বিভিন্ন মন্দিরে একই চিত্র দেখা গেছে। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার কারণে ভক্তরা নির্বিঘ্নে পূজা-অর্চনা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে পারছেন।

 

সর্বাধিক পঠিত