বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

দর্শনা সীমান্তে গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

 

দর্শনা সংবাদদাতা : ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশনে পৌঁছান এস এম মুনির। এ সময় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়।


দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, গ্রেফতার আওয়ামী লীগ নেতা এস এম মুনিরের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত