বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার :  রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। রোববার সকাল ১০টার দিকে চালকেরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছেন না।

 

যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়। তীব্র রোদে সড়কের মধ্যে স্থবির থাকার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। লামিয়া আক্তার নামে এক শিক্ষার্থী সমকালকে বলেন, ‘ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফিরতে পারছি না। তীব্র রোদ আর যানজটে খুবই অস্বস্তি হচ্ছে। এত যানজট যে হেঁটেও যেতে পারছি না বাসায়।’

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

 

সর্বাধিক পঠিত