বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

বৈঠকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অংশ নেওয়া ছয়জনই ইউপিডিএফের সদস্য: পার্বত্য উপদেষ্টা

 

খাগড়াছড়ি সংবাদদাতা : বৈঠকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অংশ নেওয়া ছয়জনই ইউপিডিএফের সদস্য বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে ছাত্র-জনতার সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘বৈঠক জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অংশ নেওয়া ছয়জনই ইউপিডিএফের সদস্য। তারা নিজেরাই এটা স্বীকার করেছে।’

পার্বত্য উপদেষ্টা বলেন, ‘কোনো অপরাধ নয় এটা, মতাদর্শ থাকতেই পারে। আমি ওদের বলেছিলাম, দেখুন গত কয়েক দিনে আপনারা যা যা করলেন, আমার মনে হয় না এটি ম্যাচিউরড ওয়েতে হয়েছে, ম্যাচিউরিটির কমতি এখানে আছে।’


সুপ্রদীপ চাকমা বলেন, ‘তারা (পাহাড়িরা) সব সময় স্লোগান দেন, সেনা হটাও। এই দুনিয়াতে কিছু বাস্তবতা আছে। যে বাস্তবতার বাইরে আমরা এত সহজে যেতে পারবো না। এমনও দিন আসবে, আমরা তাদের জোর করে ধরে রাখলেও রাখতে পারবো না।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার সঙ্গে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার জুম্ম ছাত্র-জনতার হয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে দেখা করতে যাওয়া ছয়জন হলেন- কৃপায়ন ত্রিপুরা, ছদক চাকমা, পিন্টু চাকমা, তোষিতা চাকমা, মানিক চাকমা ও বাগীশ চাকমা।

তবে জুম্ম ছাত্র জনতা তাদের ফেসবুক পেজে পার্বত্য উপদেষ্টার এমন মন্তব্যের নিন্দা জানিয়ে বলা হয়, তাদের ছয় প্রতিনিধিকে ‘ইউপিডিএফ’ ট্যাগ লাগানো উদ্দেশ্য প্রণোদিত ও অপমানজনক।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই বক্তব্য প্রত্যাহার না করলে জুম্ম ছাত্র-জনতা আর কোনো আলোচনায় অংশ নেবে না। জনগণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখা হবে।

এ বিষয়ে ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, ‘ওই ছয়জন আমাদের সদস্য বা কর্মী নয়।’

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে।  এদিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম-ছাত্র জনতার ব্যানারে গত শনিবার ভোর ৫টায় অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিকে পরিস্থিতি উতপ্ত হয়ে উঠলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। জারি করা ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে জেলার সদর ও গুইমারা উপজেলায়।

 

সর্বাধিক পঠিত