বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

লন্ডনে গান্ধীর মূর্তি অবমাননা, কড়া প্রতিক্রিয়া ভারতের

 

ফুলকি ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনের টাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর একটি স্ট্যাচু বিকৃত করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্ট্যুচুটি কিছু গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছে। এর গায়ের রঙ কালো করে দিয়ে বিভিন্ন স্থানে ‘সন্ত্রাসী (টেরোরিস্ট), ভারত (হিন্দুস্তান)’ লেখা হয়েছে।


এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যে অবস্থিত ভারতীয় হাই কমিশন। তারা এই ঘটনাকে ‘অহিংসার ধারণার উপর সহিংস আক্রমণ’ বলে অভিহিত করেছে।

ভারতীয় হাইকমিশন আরও বলেছে, তারা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে এবং তারা স্ট্যাচুটিকে তার ‘মূল মর্যাদায়’ ফিরিয়ে আনার জন্য কাজ করছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতীয় হাই কমিশন লিখেছেন, ‘লন্ডনের টাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর স্ট্যাচু বিকৃত করার লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি কেবল বিকৃতির ঘটনা নয়, আন্তর্জাতিক অহিংসা দিবসের তিন দিন আগে অহিংসার ধারণার উপর এবং মহাত্মার নীতির উপর একটি সহিংস আক্রমণ। আমাদের দল ইতোমধ্যে ঘটনাস্থলে রয়েছে, স্ট্যাচুটিকে তার মূল মর্যাদায় ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে।’

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

প্রতি বছর ২ অক্টোবর লন্ডনের এই স্ট্যাচুটিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গান্ধী জয়ন্তী স্মরণ করা হয়।

প্রতিবেদন অনুসারে, ইন্ডিয়া লিগের সমর্থনে ব্রোঞ্জের স্ট্যাচুটি  তৈরি করা হয়েছিল এবং ১৯৬৮ সালে লন্ডনের টাভিস্টক স্কোয়ারে তা উন্মোচন করা হয়।

এতে শিলালিপিতে লেখা রয়েছে, ‘মহাত্মা গান্ধী, ১৮৬৯-১৯৪৮’। প্রসঙ্গত, মহাত্মা গান্ধী নিকটবর্তী ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন।

 

সর্বাধিক পঠিত