বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনেক উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার মাঠ কিছুটা ফাঁকাই থাকছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।


সোমবার যাচাই-বাছাই শেষে প্রকাশিত হয় প্রাথমিক তালিকা। ২৩টি পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র তুলেছিলেন ৬০ জন কাউন্সিলর। জমা পড়েছিল ৫১টি। যাচাই-বাছাই শেষে বৈধ হয়েছে ৪৮টি মনোনয়ন। বাদ পড়েছে তিনটি।

বাতিল হওয়া নামের তালিকায় আছেন ঢাকা বিভাগের আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ফলে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম। আজ বাতিল প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং শুনানি শেষে প্রার্থিতা ফিরেও পেতে পারেন।

যেখানে আমিনুল ও নাজমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সেখানে আরেক সভাপতি প্রার্থী তামিম ইকবালের ক্যাটাগরিতে ভোট হলে তার পরিচালক হওয়ার সম্ভাবনাই কমে যাচ্ছে। ক্লাবের পক্ষ আগে একত্রিত ছিল বলে ধারণা করা হচ্ছিল। তবে এখন অনেকটাই দ্বিধাবিভক্ত। তামিমের ভোট খুব কমই আছে ক্লাবে।

এদিকে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার একটি করে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর বাইরে খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে ভোটাভুটি হচ্ছে না। কারণ, পরিচালক পদের সংখ্যার সমান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খুলনা থেকে দুজন হচ্ছেন নতুন পরিচালক-সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান। সিলেট বিভাগ থেকে একমাত্র প্রার্থী রাহাত শামসও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বরিশালে একক প্রার্থী হিসাবে নির্বাচিত হচ্ছেন শাখাওয়াত হোসেন। তিন ক্যাটাগরির মধ্যে সবচেয়ে জমজমাট লড়াই হচ্ছে ক্লাব ক্যাটাগরিতে। ৩২টির মধ্যে ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে।

আলোচনায় ছিলেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন, যিনি শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। অন্যদিকে, সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও সিরাজউদ্দিন মো. আলমগীর। তবে পরিচালক হওয়ার সুযোগ পাবেন শুধু একজন।

ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদ রয়েছে ১২টি। সেখানে জমা পড়েছে ৩০টি মনোনয়নপত্র। এখান থেকে অনেকে সরে না দাঁড়ালে তীব্র লড়াই অনিবার্য। তামিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছেন অনেক প্রভাবশালী ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদদের সমর্থিত কয়েকজন প্রার্থীও। যাদের অনেকেরই ক্লাব ভোটের ওপর নিয়ন্ত্রণ রয়েছে। ফলে অভিষেক নির্বাচনে তামিমের পক্ষে পরিচালক হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্লাব ক্যাটাগরিতে ভোটারের আনুগত্য সাধারণত প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে নির্ধারিত হয় না; বরং নির্ভর করে বোর্ড রাজনীতির সমীকরণ, গোষ্ঠীগত সম্পর্ক ও লবিংয়ের ওপর।

এ জায়গায় তামিম তুলনামূলকভাবে নতুন। এছাড়া তামিম নিজেও সব দিকে তাল মেলাতে গিয়ে চাপে পড়েছেন। সব মিলিয়ে বলা যায়, এবারের বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কম হলেও আগ্রহ তুঙ্গে।
 

 

সর্বাধিক পঠিত