বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড চালু, ভারতে ভ্রমণের জন্য নতুন নিয়ম

 

ফুলকি ডেস্ক : পহেলা অক্টোবর থেকে ভারতে প্রবেশকারী বিদেশি ভ্রমণকারীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ডিসেমবার্কেশন (ডিই) কার্ড। ভ্রমণের আগে এই কার্ড পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে কার্ড পূরণ করতে হবে।

কার্ড পূরণ করা যাবে যেকোনো এক মাধ্যমে—

১) অফিসিয়াল ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival

২) মোবাইল অ্যাপ: Indian Visa SuSwagatam

কার্ডে যেসব তথ্য দিতে হতে পারে:

পাসপোর্ট ও ভিসার তথ্য
ফ্লাইট ও যাত্রার বিবরণ
ভারতে অবস্থানের ঠিকানা
জরুরি যোগাযোগের নম্বর
স্বাস্থ্যসংক্রান্ত প্রাথমিক ঘোষণা (যদি থাকে)
ভারত সরকার জানিয়েছে, আগে থেকে এই কার্ড পূরণ করলে ইমিগ্রেশনে সময় কম লাগবে এবং ঝামেলাও এড়ানো যাবে।

 

সর্বাধিক পঠিত