এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিয়ে উদযাপন করেনি ভারত। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’ও এই বিষয়টি ভালোভাবে নেয়নি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি, তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের দল। ফলে ভারতীয় খেলোয়াড়দের হাতে ওঠেনি না ট্রফি, না বিজয়ী মেডেল। ওই ঘটনায় বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া ক্ষুব্দ প্রতিক্রীয়া জানিয়ছেন। বার্তা সংস্থা এএনআইকে তিনি জানান, নভেম্বরের আইসিসি সভায় তারা ব্যাপারটি নিয়ে প্রতিবাদ জানাবে।
সাইকিয়া বলেছেন, ‘ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধে আছে এবং ট্রফি দেওয়ার কথা ছিল সেই দেশের একজন নেতার। আমাদের সিদ্ধান্ত ছিল, এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেব না, যিনি পাকিস্তানের মূল নেতাদের একজন। এজন্যই তার কাছ থেকে ট্রফি নিতে চাইনি। তার মানে এই নয় যে, ওই ভদ্রলোক ট্রফি আর মেডেল নিজের সঙ্গে নিয়ে হোটেল রুমে চলে যাবেন!’
বিষয়টিতে ক্ষোভ জানিয়েছে বিসিসিআই কর্মকর্তা, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ও অপ্রত্যশিত। আমরা আশা করব, শুভ বোধের উদয় হবে। ট্রফি ও মেডেলগুলো যত দ্রুত সম্ভব ভারতে ফেরত পাঠানো হবে। আগামী নভেম্বরে দুবাইয়ে আইসিসির বৈঠক আছে। সেখানে এসিসি প্রধানের এই কাণ্ডের বিরুদ্ধে খুবই গুরুতর ও ভীষণ শক্ত প্রতিবাদ জানাব আমরা।’
পুরস্কার বিতরণীর পর ভারতীয় দলের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে মেইল করে এরকম কিছু জানানো হয়েছে কি না। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার দাবি করেন, এই সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছেন। ম্যাচের মাঝেই তারা সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রফি গ্রহণ না করলেও, ভারতীয় দলের ক্রিকেটাররা পরে ট্রফি ছাড়াই নিজেদের মতো করে উদযাপন করেন। মাঠের চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন। তবে ট্রফি না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছেন সূর্যকুমার।